fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়নাটোরের বাগাতিপাড়ায় আ'লীগের ১১ নেতা বহিষ্কার

নাটোরের বাগাতিপাড়ায় আ’লীগের ১১ নেতা বহিষ্কার

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে গত ১২ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে ১১ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়।

তারা হলেন- বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম, সদস্য নয়েজ মাহামুদ, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, পাঁকা ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহ আলম, বাগাতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আমিরুল ইসলাম টারজান, আব্দুল মালেক, ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আবুল কালাম, রাকিব হোসেন এবং দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরশেদ আলী।

বহিষ্কার আদেশে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭ এর (ক) ও (ঠ) ধারা মোতাবেক আওয়ামী লীগের পদ ও প্রাথমিক সদস্য পদসহ সকল স্তর হতে তাদের বহিষ্কার করা হল।

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা ও বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ আদেশ দেওয়া হয়েছে।

গত বুধবার বহিষ্কারাদেশের কপি সরাসরি এবং জেলার মাধ্যমে মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সকল অভিযুক্তদেরও ডাক যোগে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কারাদেশের কপি পাঠানো হয়েছে। এছাড়া প্রার্থী বাদেও যারা দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করছেন তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments