fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটসাকিব আল হাসান আজ দেশে ফিরছেন

সাকিব আল হাসান আজ দেশে ফিরছেন

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এমনকি ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- কবে দেশে ফিরবেন বাংলাদেশের অলরাউন্ডার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকা সাকিব কাল (আজ) দেশে ফিরতে পারেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ম্যাচে তিনি খেলেননি। মরুর দেশ থেকেই যুক্তরাষ্ট্রে চলে যান এই অলরাউন্ডার।

পাকিস্তান সিরিজ সামনে রেখে দেশে ফেরার পর এমআরআই করানো হবে। রিপোর্টের ওপর ভিত্তি করে সাকিব প্রথম টেস্টে খেলবেন কিনা, সে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments