সচেতন বার্তা, ২১ জুলাই:বরগুনায় প্রকাশ্যে রিফাত হত্যা মামলায় গ্রেফতার আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলামকে নিযুক্ত করা হয়েছে। তিনি বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।
রোববার (২১ জুলাই) মিন্নির পক্ষে আদালতে জামিন আবেদন করবেন তিনি।
জানা গেছে, শনিবার দুপুরে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর তাকে মিন্নির পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।
এ বিষয়ে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমার মেয়েকে আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাডভোকেট আসলামকে নিয়োগ করেছি। আল্লাহ সহায় থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।
অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, আমি মিন্নির পক্ষে আইনি লড়াই লড়বো। প্রতিটি মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।
এর আগে, বরগুনা পুলিশ লাইনন্সে এনে দিনভর জিজ্ঞাসাবাদের পর রিফাত হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মিন্নিকে মঙ্গলবার (১৭ জুলাই) গ্রেফতার দেখায় বরগুনা জেলা পুলিশ।
এ মামলায় মিন্নিসহ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোরে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বর্তমানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।