সচেতন বার্তা, ২২ জুলাই:রাজশাহী নগরীর বিনোদপুর মিজানের মোড় এলাকায় ছেলে ধরা সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এসময় তাদের কাছে থাকা মাইক্রোবাসটি ভাঙচুর করে এলাকাবাসী। রবিবার দুপুরের ঘটনার পর পুলিশ গিয়ে এলাকাবাসীকে শান্ত করে ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ওই তিন ব্যক্তি একটি কোম্পানির প্রচারের জন্য শিশুদের চিপস খাওয়াচ্ছিলেন। এসময় হঠাৎ লোকজনের মধ্যে সন্দেহ দেখা দেয়। এলাকাবাসী তাদের জিজ্ঞাসা করেন, তারা কোন কোম্পানি থেকে এসেছেন। তাদের (তিনজনের) পরিচয়পত্র কোথায় প্রশ্ন করলে তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। এতে ছেলেধরা সন্দেহে তারা গণপিটুনির শিকার হন। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।