বগুড়ার শিবগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে খায়রুল নামের এক অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত খায়রুল ইসলাম (২৫) পেশায় একজন শ্রমিক। তিনি শিবগঞ্জ পৌরসভার সুলতানপুর নয়াপাড়া মহল্লার রাজমিস্ত্রী আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিবগঞ্জের ওই ছাত্রী (১৪) বুধবার স্কুলে বার্ষিক পরীক্ষা দিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত খায়রুল ইসলাম তাকে ডেকে তাদের ভাড়া বাড়িতে নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে খায়রুল ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে খায়রুল তার সহযোগী কয়েকজনকে সাথে নিয়ে দহিলা ঈদ মাঠ এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যান। ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানালে তার বাবা থানায় এসে ধর্ষণের মামলা করেন।