সচেতন বার্তা, ২২ জুলাই:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের কাছে বিড়ি চেয়ে না পেয়ে গালিগালাজ করায় সজল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে খুন করেছেন তারই ছোট বোন।
শনিবার রাতে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটলেও ঘটনাটি রবিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। নিহত সজল ওই গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিৎ রায় জানান, সজল মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। শনিবার রাত ৮টার দিকে সজল তার মা আনোয়ারা বেগমের কাছে বিড়ি চায়। বিড়ি না দেওয়ায় তিনি মাকে গালিগালাজ করেন। এ সময় বাড়িতে থাকা ছোট বোন রোমা আক্তার (২৮) বাঁশ দিয়ে সজলের মাথায় আঘাত করে। পরে সজলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।