সাভারের আমিনবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ট্যাক্সিক্যাব নদীতে ছিটকে পড়েছে। ক্যাবটি উদ্ধারে ডুবুরিদের একটি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
রোববার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার পরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।
দুর্ঘটনার কবলে পড়া ট্যাক্সিক্যাবে কতজন যাত্রী ছিলেন তার কিছুই এখনো জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে ক্যাবটি নদীতে পড়ার বিষয় নিশ্চিত হয়েছে পুলিশ।
সাভার ফায়ার স্টেশনের লিডার মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে বলেন, ঢাকামুখী একটি ট্যাক্সি ক্যাব আমিনবাজার সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। ট্যাক্সি ক্যাবে কত জন যাত্রী ছিলেন তা এখনো জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ার আগে দ্রুত গতিতে চলছিল।