fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরংপুরপঞ্চগড়পঞ্চগড়ে নৌকা প্রতিকের ২ কর্মীর ওপর হামলা, আটক ১

পঞ্চগড়ে নৌকা প্রতিকের ২ কর্মীর ওপর হামলা, আটক ১

পঞ্চগড় সদর উপজেলায় আজ রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গল প্রতিকের কর্মীদের হামলায় আওয়ামী লীগের নৌকা প্রতিকের দুই কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রুবেল (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) রাতে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের দলুয়াপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে সাগর (২৫) ও মন্তাজ আলীর ছেলে লায়ন (২৫)।

এ ঘটনায় তারা গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাফিজাবাদ ইউনিয়নের নৌকার প্রার্থী গোলাম মুছা কলিমুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমার ৪-৫ জন কর্মী সমর্থক ওই গ্রামে ছিলেন। রাত ৯টার সময় লাঙ্গল প্রতিকের ১০-১২ জন কর্মী সমর্থক ছুরি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে।

এতে সাগর ও লায়ন গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।

এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, এটি আমার কর্মী সমর্থকরা করেনি। আমাদের ফাঁসাতে তাদের একটা চাল।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল কাইয়ুম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। একই সঙ্গে ঘটনার পর ছুরিসহ একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments