fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজশাহীরাজশাহীতে ভারতীয় হাই কমিশনার ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মতবিনিময়

রাজশাহীতে ভারতীয় হাই কমিশনার ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মতবিনিময়

সচেতন বার্তা, ২৩ জুলাই:ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান, পরিচালনা পর্ষদের সদস্যগণ ও রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ীরা। সোমবার বিকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি এবং ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (ভিসা ও কনসুলার) শ্রী বিশাল জ্যোতি দাস।

মতবিনিময়কালে হাই কমিশনার রাজশাহী ও ভারতের মধ্যে বিদ্যমান ব্যবসা ও বাণিজ্যের অপরিমেয় সম্ভাবনার প্রতি জোর দেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে, বিশেষ করে এ ক্ষেত্রে রাজশাহীর সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং রাজশাহী ও ভারতের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলিতে একত্রে কাজ করার আশা প্রকাশ করেন। হাই কমিশনার প্রবীণ ব্যবসায়ীদের ভারত ও বাংলাদেশের মধ্যকার এই চমৎকার সম্পর্কের সদ্ব্যবহার করে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান।

চেম্বার সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যগণ হাই কমিশনারকে এই গুরুত্বপূর্ণ সফর ও দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ধন্যবাদ জানান। হাই কমিশনারও রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনকে সহায়তা প্রদানের জন্য চেম্বারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আলোচনা আরও বেশি করে অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments