fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়৭৩তম প্রজাতন্ত্র দিবসে মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা

৭৩তম প্রজাতন্ত্র দিবসে মোদীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা

আজ ২৬ জানুয়ারি, ‘৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে প্রতিবেশি ভারত। এ উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বুধবার এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবসে আপনাকে ও ভারতের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২১ সাল ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক। এই বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আপনার অংশগ্রহণের জন্য আবারও ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতা বেড়েছে। করোনা মহামারীতেও সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত হয়েছে। আগামী ৫০ বছর দুই দেশ শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments