fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীনাটোরনাটোরে করোনা সংক্রমণের হার ৫১ শতাংশ

নাটোরে করোনা সংক্রমণের হার ৫১ শতাংশ

নাটোরে করোনার সংক্রমণের হার ৫০ শতাংশ ছাড়াল। গতকালের চেয়ে আজ ১ দশমিক ৫২ শতাংশ বেশি। বৃহস্পতিবার ৯৯ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৫১ জন।

“সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫১ দশমিক ৫২ শতাংশ। গতকাল এই হার ছিল ৫০ শতাংশ। করোনা পজিটিভের অধিকাংশ অর্থাৎ ৩৬ জন নাটোর সদর উপজেলার।”

“এছাড়াও কমবেশি সকল উপজেলাতেই করোনা সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে। জেলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৩৮৪ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৬৫ জন। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের।

নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১০ জন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান, হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়। মানুষের উদাসীনতা এই সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments