রাজশাহীতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৫ শতাংশ। ৩০৭টি নমুনা পরীক্ষার বিপরীতে এ হার নির্ধারণ করা হয়েছে।
এদিকে এ দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।
রোববার সকালে রামেক হাসপাতাল পরিচালকের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৩০৭টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজিটিভ আসে।
এছাড়া করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৬৯ জন রোগী। এরমধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৯ জন।
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সংক্রমণ আগের চেয়ে কমছে। সবাই স্বাস্ব্যবিধি মেনে চললে আরও দ্রুত কমে আসবে।