বুধবার ওয়াপদা কলোনির পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন আহমেদ টিটু (৪৫) ওই এলাকার পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ বলেন, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রীদের কোচিং চলছিল।
“সকাল সাড়ে ৮টার দিকে কোচিং থেকে ৫ম শ্রেণির ওই ছাত্রীকে (১২) ডেকে অন্য একটি কক্ষে নিয়ে যান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ টিটু। এ সময় তিনি ওই ছাত্রীর শরীরে হাত দিয়ে যৌন হয়রানি করেন।”
মেয়েটি বাড়ি গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানালে পরিবারের লোকজন স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানান। পরে শিক্ষক সাহাবুদ্দিন টিটুকে পুলিশে সোপর্দ করা হয় বলে ওসি জানান। রিপোর্ট হওয়ার মুহুর্ত পযন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও থানা সুত্র নিশ্চিত করেছে।