রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
দুই রোগীর জরায়ু অপারেশন করে ফেলে দেয়ার ঘটনায় বুধবার রাতে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে র্যাব। এতে দেখা যায়, অভিযুক্ত হাসপাতালের দুই চিকিৎসকই ভুয়া।
ডাক্তার না হয়েও অপারেশন করার অপরাধে তাদেরকে ৮ লাখ টাকা জরিমানাসহ ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও হাসপাতালটির মালিক রাহিমা আক্তারকে ৪ লাখ টাকা জরিমানাসহ ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ নির্দেশ দেন। এ সময় ডিজি হেলথ এর পরিচালক ডা. মো. শফিউর রহমানও উপস্থিত ছিলেন।
মো. সারোয়ার আলম জানান, রাহিমা আক্তার এসএসসি পাশ। অথচ নিজেকে গাইনী ডাক্তার পরিচয় দিয়ে ২০০৮ সাল থেকে ১৩ বছর এ হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন।
আর ভুয়া ডাক্তার এস এম আল মাহমুদ নিজেকে এমবিবিস ও এফসিপিএস ডিএমসিএইচ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়া সার্জারী ডাক্তার না হয়েও ডাক্তার নাজমুল হুদা কোনো সার্জারি ডাক্তারের পরামর্শ ছাড়াই রোগীর জরায়ুর অপারেশন করার অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
হাসপাতালটি সিলগালা করে দেয়া প্রসঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম বলেন, ২ বছর আগেও এ হাসপাতালের জরিমানা করা হয়েছিল।