রাজধানীর শাহবাগে মিক্সার মেশিন বহনকারী গাড়িচাপায় খাদেমুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ১০টার দিকে শাহবাগের আব্দুল গনি রোড শিক্ষা ভবনের উত্তর পাশের মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি জানান, ঘটনার সময় ওই ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছিলেন। তখন একটি মিক্সার মেশিন বহনকারী গাড়ি চাপায় ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান তিনি। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক পুলিশ হেফাজতে আছেন।
উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি জানিয়েছেন, নিহত খাদেমুল পেশায় ব্যবসায়ী ছিলেন। মিরপুর শাহ আলী এলাকায় থাকলেও তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।