fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকযৌনপল্লিতে ভয়াবহ আগুন, ৫ হোটেল ভস্মীভূত

যৌনপল্লিতে ভয়াবহ আগুন, ৫ হোটেল ভস্মীভূত

ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমার মাটিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে যৌনপল্লীর পাঁচটি হোটেল। বুধবার দুপুরে আগুন লাগতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন যৌনকর্মীরা। ফায়ার সার্ভিসের ৩টি ইঞ্জিন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর হিন্দুস্তান টাইমস

স্থানীয়দের বরাত দিয়ে খবরে জানানো হয়, ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে নিষিদ্ধপল্লির একটি হোটেলের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে পরপর পাঁচটি হোটেলকে। স্থানীয় দোকানদাররা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে মাটিয়া নিষিদ্ধ পল্লীর প্রায় পাঁচটি হোটেলে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া নিষিদ্ধপল্লিতে কয়েক হাজার যৌনকর্মী থাকেন। অনেকে নিয়মিত যাতায়াত করেন সেখানে। হোটেল মালিকদের অনুমান কোনও গ্রাহকের বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে স্থানীয় ফায়ার সার্ভিস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments