fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িস্বাস্থ্য ও জীবনবিশ্বজুড়ে করোনায় মৃত্যু আরও ১১ হাজার ১৪২ জনের

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আরও ১১ হাজার ১৪২ জনের

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ হাজার ১৪২ জন মারা গেছেন। এতে করে বিশ্বে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫৮ লাখ ৮০ হাজার ৪৭৭ জন।

এ সময়ে শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৮৯৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৮৯০।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬১৩ জন।

অন্যদিকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই একদিনে দেশটিতে মারা গেছে দুই হাজার ১১৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি ৯৯ লাখ ১২ হাজার ৪১০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে নয় লাখ ৫৫ হাজার ৪৩০ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments