ভয়াবহ ঝড়ে কবলে পড়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডুডলি নামের ভয়ঙ্কর ঝড় বয়ে যায় দেশটিতে। ১০০ কিলোমিটার গতির ওই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চল।
এরপরই ইউনিস নামের আরও একটি ঝড়ের কবলে পড়তে যাচ্ছে দেশটি। এতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের স্কুলগুলো।
ঝড়ের প্রভাবে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া ইংল্যান্ডজুড়ে রয়েছে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাস্তা এবং ট্রেন লাইনের ক্ষতি হতে পারে। মানুষকে ভ্রমণ করতেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।
নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, ঝড় ইউনিসের প্রভাবে ঝড়ো বাতাস, বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার ওয়েলসের সব ট্রেন বাতিল করা হয়েছে। সূত্রঃ দ্য সান