fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটবিপিএলে সাকিবকান্ডে বরিশালকে কারণ দর্শানোর নোটিশ

বিপিএলে সাকিবকান্ডে বরিশালকে কারণ দর্শানোর নোটিশ

বিপিএলে ফাইনালের আগে আনুষ্ঠানিক ফটোসেশন বাদ দিয়ে সাকিব আল হাসান বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ায় ফরচুন বরিশালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ নোটিশ দেওয়ার কথা জানা গেছে।

প্রসঙ্গত, বিপিএলের বায়োবাবল ভেঙে সাকিব আল হাসান ফাইনাল পূর্ববর্তী অফিশিয়াল ফটোসেশনে না গিয়ে একটি বিজ্ঞাপণের শুটিংয়ে অংশ নেন।

আরও পড়ুনঃ সাকিবকে নিয়ে জল্পনা তুঙ্গে, সৃষ্টি ধোঁয়াটে পরিস্থিতি

বিপিএলের ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অনুশীলনের পর দুই অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এদিন অনুশীলনেই আসেননি সাকিব। তার জায়গায় বরিশালের প্রতিনিধিত্ব করেন সহঅধিনায়ক সোহান।

এসময় সাকিব শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয় বরিশাল ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছ থেকে। কিন্তু পরে জানা যায় অনুশীলনে না এসে টিভিসি শুটে ব্যস্ত ছিলেন এ ক্রিকেটার। স্বনামধন্য নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপণে নুসরাত ফারিয়ার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।

এর মধ্য দিয়ে বিপিএলের বায়োবাবল ভাঙেন তিনি। যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে জানায় বিসিবির চিকিৎসকরা। পরে অবশ্য জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে করোনা পরীক্ষা করতে হয় সাকিবকে। পরীক্ষায় নেগেটিভ হন ফরচুন বরিশালের অধিনায়ক। নেগেটিভ সনদ নিয়েই মাঠে নামেন সাকিব আল হাসান। যদিও ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার কাছে ১ রানে হেরেছে সাকিবের দল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments