fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরংপুররংপুরে যথযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

রংপুরে যথযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

রংপুরে যথযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রবিবার রাত ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের  করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে হাজারো মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

রাত ১২টা এক মিনিট থেকে ভাষাসৈনিক পরিবার, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন পুলিশ,  জেলা পুলিশ সুপার,

এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানমসহ মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ (মার্কসবাদী) ও জাতীয় শ্রমিক লীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। রংপুর প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, , ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিটি প্রেসক্লাব, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments