লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উচ্ছৃঙ্খল স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। এতে উভয় দলের ২০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সড়কের ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণস্থানে পুলিশ টহলও জোরদার করা হয়েছে।
আহতরা হলেন- ফয়সাল আহমেদ, মুরাদ হোসেন, শান্ত ইসলাম, রিয়াজ, মো. সজিব, সোহেল হোসেন, শিমুল, মো. জুম্মন, সোহেল আহম্মদ, এমরান, মিরাজ, নিলয় বিন বাঙ্গালি, আলাউদ্দিনসহ ২০ জন। এদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তারা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
খবর পেয়ে হাসপাতালে যান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ দলের সিনিয়র নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর গাজী মার্কেট থেকে সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে শহীদ মিনারে যান। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফেরার পথে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উচ্ছৃঙ্খল ও সরকারবিরোধী স্লোগান দেন। এতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাধা দিলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। এর জের ধরে শহরের প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়ও ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করে উত্তেজিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের নেত্রী ও দলের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল স্লোগান দিয়ে মিছিল করেছে। তারা লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।
পাল্টা অভিযোগ তুলে রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আহত ৮-১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিনা উসকানিতে হামলা চালানো হয়।
ঘটনার বিষয়ে রায়পুর থানার অফিসার ইন চার্জ (ওসি) শিপন বড়ুয়া জানান, মিছিল করা নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।