fbpx
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বাড়িখেলাধুলা১৬ বছরের কিশোরের কাছে হেরে গেলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু

১৬ বছরের কিশোরের কাছে হেরে গেলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু

এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় বড়সড় অঘটনের জন্ম দিয়েছে ১৬ বছরের এক কিশোর। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনেস কার্লসেনকে হারিয়ে দিয়েছে সে।

‘নরওয়ের দাবাড়ু কার্লসেন টানা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ দাবা চ্যাম্পিয়নশিপেও সেরার মুকুট ঘরে তুলেছিলেন।’

কিন্তু এবার অনলাইন টুর্নামেন্টে হেরেছেন ১৬ বছর বয়সী আর প্রজ্ঞানন্দের কাছে।

৩৯তম চালেই প্রজ্ঞানন্দ হারিয়ে দেয় কার্লসেনকে। তার আগে টানা তিনটি ম্যাচে জিতেছিলেন কার্লসেন। এ অনলাইন টুর্নামেন্টে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে হারা ইয়ান নেপোমনিয়াচি শীর্ষ স্থানে রয়েছেন।

২০১৬ সালে মাত্র ‘১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয় প্রজ্ঞানন্দ। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে চমকে দিয়েছিল এ ভারতীয় দাবাড়ু।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments