ভারতের হিমাচল প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রদেশটির উনা জেলার বাথু বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
পুলিশ জানায়, আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে এবং গুরুতর আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তাৎক্ষণিক কারণ জানাতে না পারলেও পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান করছেন তারা। কারখানাটির অনুমোদন ছিল কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃত নারীরা উত্তরপ্রদেশের। বর্তমানে মৃতদের শনাক্তকরণ পুরোপুরি সম্ভব হয়নি। জেলা প্রশাসন শনাক্তকরণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।