fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকরুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছে মস্কোর নেইঃ পুতিন

রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার ইচ্ছে মস্কোর নেইঃ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার রুশ সাম্রাজ্যের সীমানায় ফিরে যেতে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সবগুলো প্রজাতন্ত্রকে আবার একীভূত করতে চান বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে মস্কো। প্রেসিডেন্ট পুতিন মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সাথে এক বৈঠকে ওই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে এবং রুশ সাম্রাজ্যে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর পশ্চিমা দেশগুলো ওই অভিযোগ করেছিল।

ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করলে প্রায় দু’মাস আগে থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো একথা প্রচার করতে থাকে যে, রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায়। কিন্তু রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করে এসেছে।

এদিকে পশ্চিমা দেশগুলো যখন আশা করেছিল রাশিয়া পূর্ণশক্তি নিয়ে ইউক্রেনে ঝাঁপিয়ে পড়বে তখন প্রেসিডেন্ট পুতিনের এমন কৌশলী আচরণে হতভম্ভ হয়ে পড়ে পুরো পাশ্চাত্য। ইউক্রেনে হামলা না করেই তার দু’টি প্রজাতন্ত্রকে দেশটি থেকে বিচ্ছিন্ন করে ফেলার এই ঘটনা স্বাভাবিকভাবে নিতে পারছে না ইউক্রেন ও তার পশ্চিমা সমর্থকরা। এ কারণে তারা দাবি করছে, প্রেসিডেন্ট পুতিন রুশ সাম্রাজ্যে ফিরে যেতে চান।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রুজনিকভ মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেন, তার দেশের দু’টি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে প্রসিডেন্ট পুতিন সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আরেক ধাপ অগ্রসর হয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments