নাটোরের হালতিবিলে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে জেলার নলডাঙ্গা উপজেলার মোষমারী রেল ব্রিজের নিচ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, সকালে হালতি গ্রামের মানুষ নৌকাযোগে মাধনগর যাওয়ার সময় নৌকার মাঝিসহ লোকজন মোষমারী রেল ব্রিজের কাছে মৃতদেহ ভাসতে দেখে। তারা কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ভাসমান মৃতদেহটি গত শনিবার নিখোঁজ শিক্ষক মোখলেছুর রহমানের।
উল্লেখ্য, গত শনিবার নলডাঙ্গার হালতি বিলে নৌকা ভ্রমণের সময় প্রাপ্তি সাহা নামের এক শিক্ষিকা নৌকা থেকে পড়ে যান। তাকে খুঁজতে গিয়ে রাজশাহীর আলুপট্টিস্থ নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান পানিতে তলিয়ে যান।
স্থানীয়রা শিক্ষিকা প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও শিক্ষক মোখলেছুর রহমান নিখোঁজ থাকেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে তৎপরতা চালালেও শিক্ষক মোখলেছুর রহমানকে উদ্ধার করতেপারেনি। সোমবার সকালে হালতি বিলের মোষমারী রেল ব্রিজ এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।