fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকইউক্রেনের বিমানঘাঁটি রাশিয়ার দখলে

ইউক্রেনের বিমানঘাঁটি রাশিয়ার দখলে

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী একটি বিমানঘাঁটি দখলে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা কিয়েভের কাছের একটি বিমান ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। খবর বিবিসি ।

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে বিবিসি জানিয়েছে, বিমানঘাঁটিটি দখলে নিতে দুইশ’ রুশ হেলিকপ্টার ও পদাতিক বাহিনী ব্যবহার করা হয়েছে। আর ওই সেনারাই কিয়েভের পশ্চিম দিক অবরুদ্ধ করে রেখেছে।

শুক্রবার সকালে এক টুইটে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘শত্রুরা কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে নয় কিলোমিটার দূরের ওবোলন শহরে অবস্থান করছে।’

রুশ সেনারা স্থানীয়দের তাদের সাথে যোগ দেয়ার জন্য উৎসাহ দিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাথে আরেক দল মানুষকে আশ্রয় চাওয়ার পরামর্শও দিচ্ছে রুশ সেনারা।

সামরিক বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসময় কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments