নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রোববার বিকালে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে তিন দিনের গার্লিক ফেস্টিভালের একেবারে শেষ সময়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কোকে উদ্ধত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।
ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো।তবে হতাহতের সংখ্যা নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
জুলিসা কনট্রেরাস নামের এক প্রত্যক্ষদর্শী এনবিসিকে বলেছেন, তিনি মধ্য ত্রিশের একজন শ্বেতাঙ্গকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখেছেন তিনি।
সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, মানুষ উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছে।প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইটে মানুষকে সতর্ত ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।