fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকইউক্রেনের নাগরিকদের প্রতি সহমর্মিতা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের নাগরিকদের প্রতি সহমর্মিতা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় অবিশ্বাস্য সাহসিকতা ও বীরত্বের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির প্রশংসা করেন তিনি। এছাড়া ইউক্রেনের নিপীড়িত নাগরিকদের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

তিনি বলেন, ‘বরিস জনসন ও জেলেনস্কি একমত হয়েছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে হিসাব কষে ইউক্রেনে হামলা শুরু করেছিলেন, তার চেয়ে অনেক বড় প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে।’

দুই নেতা মনে করেন, রাশিয়াকে কূটনৈতিক এবং আর্থিকভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সুইফট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান বরিস জনসন ও ভালোদিমিরি জেলেনস্কি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments