সারা রাত ধরে চের্নিহিভে গোলা পড়েছে, যদিও শহরটিতে এখনো পর্যন্ত মাত্র একটি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরী পরিষেবা দপ্তর বলছে, বোমা হামলা শুরু হয় স্থানীয় সময় রাত দুইটার দিকে।
সংস্থাটির মতে, রকেট একটি কিন্ডারগার্টেনের ভবনে আঘাত হানে, যার ফলে তাতে আগুন লেগে যায়।
সেন্ট্রাল মার্কেটের একটি দোকানের পাশাপাশি একটি পাঁচতলা আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনেও হামলা হয়েছে। এতে একজন নারী সামান্য আহত হয়েছেন। সুত্রঃ বিবিসি