পটুয়াখালীর গলাচিপায় অপু চন্দ্র শীল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-৮।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গজালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গজালিয়া গ্রামের অসীম চন্দ্র শীলের ছেলে।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার, বিএন মো. শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যা ৬টার দিকে গজালিয়া বাজারগামী কাঁচা রাস্তার পাশে সোহান সরদার এর পরিত্যাক্ত বাড়ির সামনে থেকে ৩৬ পিস ইয়াবাসহ অপুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুইটি সীম উদ্ধার করা হয়। কথিত ইয়াবার অবৈধ বাজার মূল্য ১০ হাজার ৮০০ টাকা।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, “আসামিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে পেশায় একজন নাপিত হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। দীর্ঘদিন যাবত উপজেলাসহ বিভিন্ন এলাকায় তিনি কথিত ইয়াবা কেনাবেচা করে আসছিলেন।”
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।