যুদ্ধ বিরতির লক্ষ্যে বেলারুশে তাদের এক আলোচনা শেষ করেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল। বোঝাপড়া নিয়ে কিছু জানা যায়নি।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর সাথে সোমবার এক টেলিফোন আলাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে নিরাপত্তা নিয়ে রাশিয়ার ‘বৈধ’ উদ্বেগ বিবেচনায় নিলেই ইউক্রেন সংকটের সমাধান সম্ভব।
ইউক্রেনে ভারতীয় অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন সীমান্ত পেরোতে তাদের বাধা দেওয়া হচ্ছে। এমনকি মারধরও করা হয়েছে
ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসাবে রাশিয়া এবং বেলারুশকে খেলাধুলোর সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। খেলাধুলোর বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে এ ব্যাপারে আইওসির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
ইউএনএইচসিআর হিসাব দিয়েছে এখন পর্যন্ত চার লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। খবর বিবিসি
এদিকে আল জাজিরা এক প্রতিবেদনে বলছে, উক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশটি থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর-এর হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে ২ লাখ ৮১ হাজার, হাঙ্গেরিতে ৮৪ হাজারের বেশি, মোলডোভায় ৩৬ হাজার ৪০০, রোমানিয়ায় ৩২ হাজার ৫০০ এবং স্লোভাকিয়ায় প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।