fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়সিইসি'র কথাবার্তায় সংশয় তৈরি হচ্ছেঃ সাখাওয়াত হোসেন

সিইসি’র কথাবার্তায় সংশয় তৈরি হচ্ছেঃ সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশনের প্রধানতম ও একমাত্র কাজ হবে ভালো নির্বাচন করা যা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে। কিন্তু দায়িত্ব নেওয়ার পরই প্রধান নির্বাচন কমিশনার যেসব কথাবার্তা বলা শুরু করেছেন তাতে সংশয় তৈরি হচ্ছে।’

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, প্রধান নির্বাচন কমিশনার এখনই বলছেন, নির্বাচন খারাপ হলে শুধু কমিশনের ওপর দোষ চাপিয়ে লাভ নেই। শুরুতেই এসব কথা বলা সমীচীন নয়। তাহলে কি তারা মনে করছেন সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। তারা যেহেতু দায়িত্ব নিয়েছেন নির্বাচন খারাপ হলে দোষ তো তাদেরই হবে।

সোমবার এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর সবাই প্রত্যাশা করে তারা একটি ভালো নির্বাচন করবে। কিন্তু পরে বাস্তবতা ভিন্ন দেখা যায়। সদ্য বিদায়ী কমিশনের কাজকর্মে সেটি বেশি স্পষ্ট হয়েছে।’

এম সাখাওয়াত হোসেন নতুন কমিশনের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, অবশ্যই তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতার যথাযথ প্রয়োগ করে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করতে তারা ব্যবস্থা নেবেন। নির্বাচন ও ভোটাধিকার নিয়ে মানুষের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতে কাজ করবে নতুন কমিশন। এ জন্য তাদের অবশ্যই সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে হবে। এটা করতে পারলেই নির্বাচন কমিশনের কাজ সম্পর্কে মানুষের মধ্যে যে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে তা দূর হবে।

গত কমিশনের কর্মকাণ্ডে রাজনৈতিক দল ও ভোটারসহ সব শ্রেণিপেশার মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। এটা দূর করতে পারলেই নতুন কমিশন সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এ ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments