fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িস্বাস্থ্য ও জীবনবিশ্বজুড়ে করোনায় মৃত্যু আরও ৫ হাজার ৩৮০ জন

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আরও ৫ হাজার ৩৮০ জন

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন পাঁচ হাজার ৩৮০ জন। এসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে নয় লাখ ৭০ হাজার ৯৭৫ জন।

মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৯ লাখ ৭৪ হাজার ৫৭২ জন। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৫৬০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের। এ নিয়ে তাদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৫১ হাজার ৬৬০ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ছয় হাজার ৬২০ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৩৬ জনে।

এছাড়া বিশ্বে দৈনিক শনাক্তে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৬১৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৪ জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো আট লাখ ৫৮ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৩৯৫ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আট কোটি ৬ লাখ ৪৪ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত এবং মৃত্যু হয়েছে নয় লাখ ৭৫ হাজার ১০২ জনের।

মৃত্যুর দিক থেকে তালিকার চতুর্থ অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৪৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৫১৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৬২০ জন। আর মারা গেছেন ছয় লাখ ৪৯ হাজার ৪৪৩ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments