fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়আইন আদালতগাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান, জরিমানা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান, জরিমানা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা

আজ সোমবার গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলামের তত্ত্বাবধায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এই অভিযানে গাজীপুরের প্রায় ৫ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের বিষয়ে জেলা প্রশাষক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান দৈনিক সচেতন বার্তাকে জানান, মহানগরের কাশিমপুর এবং সারদাগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের প্রায় ১৫’শত ফিট পাইপ উত্তোলন করা হয়, ৫ কিলোমিটার এলাকায় ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরো জানান এই সময় অবৈধ গ্যাস সংযোগ এর অপরাধে ‘বাংলাদেশ গ্যাস আইন- ২০১০’ অনুযায়ী সর্ব মোট জরিমানা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনকে সহায়তা করেছেন তিতাস গ্যাস চন্দ্রা এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments