fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিককারাদন্ডের আইন পাস রুশ সংসদের নিম্নকক্ষে

কারাদন্ডের আইন পাস রুশ সংসদের নিম্নকক্ষে

ইউক্রেনে রুশ অভিযান বা রুশ সেনাবাহিনী নিয়ে কেউ যদি কোনো ভুয়া তথ্য ছড়ায় তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এমন একটি আইন পাস হয়েছে রুশ সংসদের নিম্নকক্ষে।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম আলজাজিরা

প্রতিবেদনে বলা হয়, আইনটির অধীনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বানকে ফৌজাদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। রাশিয়া গত সপ্তাহ থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। এতে পশ্চিমা বিশ্ব ছাড়াও রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলন হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে তারা।

পার্লামেন্টের নিম্নকক্ষ (রুশ ভাষায় ডুমা নামে পরিচিত) এক বিবৃতিতে জানিয়েছে, যদি ভুয়া তথ্য মারাত্মক কোনো পরিণতি তৈরি করে তাহলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড পেতে হবে।

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা।

এ ছাড়াও রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments