টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেলযোগে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ছেলে আবদুল্লাহ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় বেচে গেছেন তার পিতা অন্ধ হাফেজ আলাউদ্দিন।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের অন্ধ হাফেজ আলাউদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার এস এম মাছুম আলী জানান, বিকাল সাড়ে ৫টার দিকে উত্তরবঙ্গগামী রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছেলে আবদুল্লাহ নিহত হন। এ ঘটনায় তার পিতা অন্ধ হাফেজ আলাউদ্দিন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ বাড়িতে নিয়ে গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।