জাতীয় দলের অলরাউন্ডার তারকা সাকিব আল হাসান বলেছেন, আমার প্রতি মানুষের যে প্রত্যাশা আছে, সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক।
তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে অংশ নিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগেই হঠাৎ করে দুবাই চলে গেলেন সাকিব।
রোববার দুবাই যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব আল হাসান বলেন, সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজটা আমি উপভোগ করতে পারিনি। আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমার মনে হয় না, এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে।
সাকিব দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের যখন এ কথা জানিয়ে বলেছিলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।’ তখন দিন না ঘুরতেই সাকিবের দিকে পাল্টা অভিযোগের তীর ছুড়ে প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। সাকিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ও যদি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকে, তাহলে তো আইপিএলের জন্য খেলতে যাওয়ার কথা না; কিন্তু সে তো আবেদন করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এ রকম বলতো? বলতো খেলব না?’
সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা নির্দিষ্ট ফরম্যাটে খেলতে বাধ্য। তাই তারা নিজেদের ইচ্ছামতো ছুটি নিলে তা বরদাশত করবে না বোর্ড।
সাকিবকে নিয়ে পাপন আরও বলেন, ‘শুনলাম, সে ওডিআই খেলবে না টেস্ট খেলবে! যে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জিতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সে নাকি সাকিব এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সে নাকি এনজয়ই করে নাই! সে এনজয়ই করে নাই..।
পাপন এসময় আরও বলেন, ‘কিছু দিন আগে বিসিবিতে গিয়েছিলাম, শুনলাম ও একটা চিঠি দিয়েছে। ও টেস্ট বেশ কিছু দিন খেলবে না। এটা ৬-৭ মাস হবে, এক্স্যাক্ট মনে নেই, তখন মনে হয়েছিল ৬ মাস। পরে শুনলাম আরও লম্বা। সাকিবকে জিজ্ঞেস করলাম। আমি শুনলাম ঐ সময় আমাদের দুইটা সিরিজ আছে। তখন ওর আইপিএল। আমি তখন বললাম- দক্ষিণ আফ্রিকা সফরে না খেললেও শ্রীলঙ্কার সাথে খেলা উচিৎ, যেহেতু ঘরের মাঠে খেলা। ও সাথে সাথে রাজি হল। বলল- ‘হ্যাঁ আমি খেলব। এবার তো অনেকগুলো খেলা, অল্প কিছু মিস করব, কোনো অসুবিধা নেই।’
সাকিব চুক্তিতে থেকেও খেলায় অনীহা প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘আমি কী এখন মাহমুদউল্লাহ রিয়াদকে টেস্টে রাখব? সে তো টেস্ট চুক্তিতে নেই। তামিমকে যদি টি-টোয়েন্টি চুক্তিতে রাখি আর সে না খেলে…। মাসে মাসে বেতন নেবে আর খেলবে না, তা হবে না।’
সাকিব দুবাই যাওয়ার প্রাক্কালে আরও বলেন, আমি এ কথা জালাল ইউনুস (ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক) ভাইয়ের সাথেও আলাপ করেছি। জালাল ভাই বলেছেন, দুই দিন উনিও চিন্তা করবেন। আমাকেও চিন্তা করার সময় দিয়েছেন।
উল্লেখ্য সাকিব আল হাসানকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ করতে না পারি, তাহলে দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। এটা আমার টিমমেটদের সঙ্গে চিট করার মতো হবে।