আমদানি পর্যায়ে সব ভোগ্যপণ্যের সর্বনিম্ন কর ধার্য করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দেশীয় ও আমদানি পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে কর ও শুল্কমুক্ত সুবিধা দেবার পরামর্শ দিয়েছেন, অর্থনীতিবিদরা। একই সাথে, রাজস্ব আদায় বাড়াতে করের আওতা বাড়ানোর কথা বলেছেন তারা। এদিকে কর আদায় ও কর হার কমানোর চাপে সংকটে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
আসছে ২০২২-২৩ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণ নীতি কেমন হওয়া উচিত তা জানতে এরই মধ্যে স্টেক হোল্ডারদের মতামত নেয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এরই ধারাবাহিকতায় বুধবার অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখে এমন সাত গবেষণা সংগঠনের সাথে বৈঠকে বসে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।