fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকজেলেনস্কি অভিনীত ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ফের নেটফ্লিক্সে

জেলেনস্কি অভিনীত ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ফের নেটফ্লিক্সে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে, এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হিট পলিটিকাল স্যাটায়ার ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ফের প্রকাশ করল নেটফ্লিক্স।

বুধবার সন্ধায় টুইটারে এই খবর জানায় নেটফ্লিক্স।

২০১৯ এ জেলেনস্কি একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে প্রচারণা শুরু করার পর সিরিজের কার্যক্রম বন্ধ করা হয়।

সার্ভেন্ট অব দ্য পিপল সিরিজে ইউক্রেনীয় এক হাই স্কুলের ইতিহাসের শিক্ষকের বোকামির গল্প তুলে ধরা হয়েছে। এই শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিরিজে দেখানো হয়, সরকারি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভাইরাল হওয়ার পর তাকেই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত চলা এই সিরিজে রয়েছে ৩টি সিজন। ২০১৯ এ জেলেনস্কি একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তার নিজস্ব প্রচারণা শুরু করার পর সিরিজের কার্যক্রম বন্ধ হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments