ইউক্রেনের মানুষের প্রতি সমর্থন জানালেন ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। তারা শিকাগোর একটি ইউক্রেনিয়ান চার্চ পরিদর্শন করেছেন।’
সেইন্ট ভলোদিমির ও ওলহা ক্যাথোলিক চার্চ পরিদর্শনের সময় সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের হাতে ছিল নীল ও হলুদ ফিতায় জড়ানো সূর্যমুখী ফুলের তোড়া। প্রসঙ্গত, ইউক্রেনের পতাকার রঙও নীল-হলুদ।
গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
যদিও এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করছে। তবে কেউ কেউ বলছেন এক্ষেত্রে আইসিসির ক্ষমতা সীমিত। কেননা, আইসিসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশ ছাড়া আগ্রাসনের অপরাধের বিচার প্রক্রিয়া চালাতে পারে না, যেটিতে ভেটো দেওয়ার সক্ষমতা রয়েছে রাশিয়ার।
টুইটারে একটি পোস্টে বুশ লিখেছেন, স্বাধীনতা ও ভবিষ্যতের জন্য লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।
একটি ভিডিও পোস্ট করে ক্লিনটন টুইটারে লিখেছেন, স্বাধীনতার জন্য এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের মানুষের পাশে আছে আমেরিকা।