fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধসাতক্ষীরায় ভাতিজাকে খুন করলো আপন চাচা!

সাতক্ষীরায় ভাতিজাকে খুন করলো আপন চাচা!

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সোনাবাড়িয়া সাতক্ষীরার উপজেলার কলারোয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তিন চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। নিহত আলফাজ হোসেন গাজী (৩০) উপজেলার দক্ষিণ সোনাবড়িয়া গ্রামের শাহাদাত গাজীর ছেলে। তিনি ট্রলিচালক ছিলেন।

নিহতের বড় ভাই আলতাফ হোসেন গাজী বলেন, চাচাদের সঙ্গে তাদের ছয় বছর ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার চাচা সলেমান গাজী, চাচাতো চাচা ইসমাইল, গণি ও চাচাতো ভাই নাজমুল বাড়ির মধ্যে এসে আলফাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কলারোয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, আলফাজকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ওসি মনীর-উল-গীয়াস বলেন, চাচাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে আলফাজকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments