fbpx
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটভারতকে হারাতে টাইগ্রেসদের চাই ২৩০ রান

ভারতকে হারাতে টাইগ্রেসদের চাই ২৩০ রান

পাকিস্তানকে হারানোর পর নিজেদের প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় ধরাশায়ী করেই দিয়েছিল বাংলার মেয়েরা। তবে চার রানের আক্ষেপটা থেকে গেছে ৪ রানের।

এবার ভারত বধের মিশন বাংলার মেয়েদের। হ্যামিল্টনে ৭ উইকেটে ২২৯ রানের বড় সংগ্রহ মিথালি রাজের দলের। জয় পেতে হলে বাংলাদেশের মেয়েদের চাই ২৩০ রান।

সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শেফালি ভার্মার ৪২ বল ৪২ রান করেন। এরপরও ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলার মেয়েরা।

কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে বেশি সফল রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট নিয়েছেন। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments