ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের উত্তেজনার মধ্যেই ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করে মার্কিন যুক্তরাষ্ট্র(US)।
[2]এ ঘটনায় ‘ইটের বদলে পাটকেল নীতি’ অনুসরণ করে বেশ কিছু মার্কিন কূটনীতিক বহিষ্কার করতে যাচ্ছে রাশিয়া(Russia)।
ওয়াশিংটন গত মাসে জানায়, জাতীয় নিরাপত্তামূলক উদ্বেগ বিবেচনায় নিয়ে নিউইয়র্কে দেশটিতে থাকা জাতিসংঘ মিশনে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করছে আমেরিকা। পরে আরেক ঘোষণায় জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে ওয়াশিংটন জাতিসংঘে নিযুক্ত একজন অতিরিক্ত রুশ কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে।
গত সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে চিহ্নিত করার প্রতিবাদ জানানো হয়।
পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তারা ২৩ মার্চ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা কূটনীতিকদের একটি তালিকা পেয়েছেন।
পারসোনা নন গ্রাটা এমন একটি পারিভাষিক শব্দ যা ব্যবহৃত হয় এমন অর্থে যে, এই ব্যক্তি আর স্বাগত বা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২৯তম দিনে গড়িয়েছে রুশ অভিযান।