রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং রিকশা আরোহী এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১১টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত অপরজনের নাম সামিয়া আরেফিন প্রীতি (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান গুলিতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন । ঘটনার সময় নিহত নারী রিকশায় ছিলেন। নিহত জাহিদুল ইসলাম মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা ও মিল্কি হত্যা মামলার আসামি।