মাগুরার মহম্মদপুর উপজেলার চরবড়রিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় দৃষ্টিশক্তি হারানো সেই জিল্লুর রহমান ওরফে ফুলমিয়ার বাড়িতে এবার গভীর রাতে ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। জিল্লুর রহমান চরবড়রিয়ার তমিজদ্দীনের ছেলে এবং জিল্লুর রহমানের ছেলে ফাহিম মুনায়েম মাগুরা সরকারি কলেজ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক।
বৃহস্পতিবার গভীর রাতে তার ঘরে এ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
জিল্লুর রহমান রহমান জানান, গভীর রাতে প্রতিপক্ষের লোকজন বাড়ি দুটি গরু ও দুটি বাছুর নিয়ে যাওয়ার সময় গোয়ালে আগুন ধরিয়ে দিয়েছে।
জিল্লুর রহমান আরও জানান আমার দুটি চোখ কিছু দিন আগে ভোমর দিয়ে খুঁচিয়ে বিকল করে দিয়েছিল প্রতিপক্ষের লোকজন। সে ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। সে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে। পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে আমি মনে করি। ভোমর ঢুকিয়ে খুঁচিয়ে দিলে আমি অনেক দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
জিল্লুর রহমানের পরিবার জানান, আমাদের ভিটামাটি ছাড়াতে ষড়যন্ত্র চালাচ্ছে গ্রামের প্রতিপক্ষরা। চারটি গরু ছিল সেটিও নিয়ে গেছে। এখন আমাদের সংসার চলবে কি করে। আমাদের একমাত্র সম্বল সেটিও নিয়ে গেল এখন আমাদের ভিক্ষা করা ছাড়া কোনো উপায় দেখছি না। প্রশাসনের কাছে অনুরোধ করছি এ ঘটনার সঙ্গে যারা জড়িতদের দ্রুত আটকের দাবি করছি।
মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।