সচেতন বার্তা, ৩১ জুলাই:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের এই পরিস্থিতিতে গরিব মানুষের পক্ষে পাঁচশ-হাজার টাকা দিয়ে ডেঙ্গু রোগের রক্ত পরীক্ষা করার অবস্থা নেই। তাই চিকিৎসকদের বলব মানবতার স্বার্থে, দেশের স্বার্থে নামমাত্র একশ টাকা অথবা বিনা পয়সায় রক্ত পরীক্ষা করুন।
আজ বুধবার রাজধানীর জিগাতলায় আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের মানবিক প্রয়োজনে ডেঙ্গু রোগীদের রক্ত দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আজকে পুরো জাতি ভয়ংঙ্কর ডেঙ্গুর বিস্তারে উদ্বিগ্ন। এই প্রাণঘাতি ডেঙ্গুকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ, শেখ হাসিনার নির্দেশ পরিচ্ছন্ন বাংলাদেশ স্লোগান নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়েছে। সারা বাংলাদেশে একযোগে সকল জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত তিনদিনব্যাপী এই কর্মসূচি চলবে।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে। গত রবিবার বেসরকারি হাসপাতালগুলোতে রক্ত পরীক্ষার ফি বেঁধে দেয় সরকার।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেলসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।