fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনামৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সড়ক ও জনপথের প্রকৌশলীর মৃত্যু

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সড়ক ও জনপথের প্রকৌশলীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথের এক প্রকৌশলী মারা গেছেন। এতে আরেক প্রকৌশলী গুরুতর আহত হয়েছেন। নিহত হন মৌলভীবাজার সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত হন আরেক উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা।

শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার ইছবপুর এলাকায় এ দূর্ঘটনা হয়।

গুরুতর আহত অবস্থায় উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজার সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার মৃনাল কান্তি সিনহা সচেতন বার্তাকে জহিরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টায় ইছবপুর এলাকার সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সম্মুখে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাওয়ার পথে সাদা রংয়ের কার ও বিপরীত দিক থেকে আসা ডায়না ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় প্রাইভেটকারের মধ্যে থাকা প্রকৌশলী জহিরুল ইসলাম ও মাসুদ রানা গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।

পরে মাসুদ রানাকে (৩৮) উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় নিহত সড়ক ও জনপথের প্রকৌশলী জহিরুল ইসলাম এর বাড়ী সুনামগঞ্জ জেলায় বলে জানা গেছে।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা যায়, সড়ক বিভাগের উক্ত দুইজন কর্মকর্তা শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের বধ্যভূমি-৭১ অংশের সংষ্কার কাজ পরিদর্শন শেষে মৌলভীবাজার ফিরছিলেন। ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি স্হানে পৌঁছলে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments