fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজাখস্তানের নাগরিক খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজাখস্তানের নাগরিক খুন

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত এক কাজাখস্তানের নাগরিক খুন হয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা নিহত ব্যক্তির নাম জানাতে পারেননি।

শনিবার সন্ধ্যার পর রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসন গ্রিনসিটি ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে হত্যার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় ৩ বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের মধ্যে মারামারির এক পর্যায়ে এই খুনের ঘটনা ঘটে। নিহত ওই কাজাখস্তানের নাগরিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে যায় এবং সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারামারির সময় আরও একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঈশ্বরদী থানায় আনা হয়েছে।

নিহত কাজাখস্তান নাগরিকের শরীরে ধারালো অস্ত্রের ৪-৫টি আঘাতের চিহ্ন রয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। তবে তদন্ত করলে সব তথ্যই পরিস্কার হয়ে যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments