fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়পুলিশের সঙ্গে বাম জোটের কর্মীদের সংঘর্ষ

পুলিশের সঙ্গে বাম জোটের কর্মীদের সংঘর্ষ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের শেষভাগে এসে পুলিশের সঙ্গে বাম জোটের কর্মীদের সংঘর্ষ হয়েছে।

সোমবার দুপুরে বাম জোটের নেতাকর্মীদের অবস্থানে পল্টন মোড়ে যান চলাচল বিঘ্নিত হয়। তখন পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে ধ্বস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিলে বাম জোট নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকেন।

এছাড়া, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। আধাবেলা হরতাল সমর্থনে সোমবার সকাল ৮টায় নেতাকর্মীরা ওই মিছিলটি বের করেন। এসময় সদর থানার কিছু পুলিশ মিছিলটিকে বাধা দেয়। একপর্যায়ে ব্যানার ফেস্টুন টেনে নিয়ে এলোপাতাড়ি লাঠিচার্জ করতে থাকেন।

নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিচার্জ

পুলিশ তাদের প্রতিহত করতে লাঠিচার্জ করে, গরম পানি নিক্ষেপ করে। এর প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বামজোট।

সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বলেন, বিনা উসকানিতে শান্তিপূর্ণ হরতালে পুলিশ টিয়ারশেল, লাঠিচার্জ ও গরম পানি ছোড়ায় আমাদের অন্তত ২০-২৫ জন আহত হয়েছে। এ কারণে আগামীকাল সারাদেশে বিক্ষোভ করা হবে। বিকাল ৪টায় পল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে।

আধাবেলা হরতাল সমর্থনে সোমবার সকাল ৮টায় নেতাকর্মীরা ওই মিছিলটি বের করেন। এসময় সদর থানার কিছু পুলিশ মিছিলটিকে বাধা দেয়। একপর্যায়ে ব্যানার ফেস্টুন টেনে নিয়ে এলোপাতাড়ি লাঠিচার্জ করতে থাকেন।

তখন বাম জোটের নেতাকর্মীরা পুলিশের লাঠিচার্জকে তোয়াক্কা না করে ঠেলে ধাক্কিয়ে মিছিল নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে ২নং রেলগেইট এলাকার দিকে চলে যায়।

বাম জোটের নেতারা বলেন, নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলটি নিয়ে যাওয়ার সময় অযথা পুলিশ এসে লাঠিচার্জ করেন। এতে নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। দলীয় কার্যক্রম পালন করেছে।

বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস বলেন, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির মুখে দেশের মানুষকে রক্ষায় এই হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এই হরতাল জনগণের দাবি আদায়ের হরতাল।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন বলেন, আমরা বিগত দিনের মত এবারও শান্তিপূর্ণ হরতাল পালন করছি। কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ আমরা বিগত দিনেও করিনি। অথচ পুলিশ অতিউৎসাহিত হয়ে আমাদের ওপর লাঠিচার্জ করে অনেক নেতাকর্মীকে আহত করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামাল জানান, মিছিল করার কোনো অনুমতি নেই। তাই তাদের জিজ্ঞেস করা হয়েছে এবং সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সিপিবির কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষ, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, সম্পাদক ম-লীর সদস্য রাশিদা আক্তার, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস।

সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারা দেশে এ হরতালের ডাক দিয়েছিল বাম জোট। রাজধানীতে পল্টন, মতিঝিল, শাহবাগ ও মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে হরতাল পালন করেন জোটের নেতাকর্মীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments