fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধফেনীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ফেনীতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ফেনীর দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃতরা হলেন- এহসানুল হক রবিন (১৮) ও নুর ইসলাম (২১)।

সোমবার ভোররাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক রবিন স্থানীয় রঘুনাথ পুর গ্রামের সাজু চেয়ারম্যানের বাড়ির ওবায়দুলের হকের ছেলে ও নুর ইসলাম জগৎপুর গ্রামের রহিম উল্যাহর ছেলে।

দাগনভূঞা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, ডাকাত দলের এ চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় এবং পার্শ্ববর্তী নোয়াখালীর সেনবাগ এবং কুমিল্লার নাঙ্গলকোর্ট এলাকায় ডাকাতি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে রঘুনাথপুরের একটি বাগানের চারপাশ পুলিশ ঘিরে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ কৌশলে তাদের ধাওয়া করে ২ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২ পিস কার্তুজ, চুরি, চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments